আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন স্ত্রীর পর্নো ভিডিও বানিয়েছেন গায়ক আদনান সামি, অভিযোগ ভাইয়ের

স্ত্রীর পর্নো ভিডিও বানিয়েছেন গায়ক আদনান সামি, অভিযোগ ভাইয়ের


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৭, ২০২৩ , ৫:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি। পাক বংশোদ্ভূত এই গায়ক ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। বলা যায়, তারপর থেকে একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। এবার আদনানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তারই ভাই জুনায়েদ সামি খান। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আদনানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন জুনায়েদ। তার মতে— ‘আদনান তার দ্বিতীয় স্ত্রীর আপত্তিকর ভিডিও তৈরি করে তা আদালতে পেশ করেছিল। আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। আমার ভাইয়ের আসল চেহারাটা তুলে ধরা জরুরি। এই কাজ করতে আমার ভালো লাগছে না, তবু সবার সত্যিটা জানা উচিত। আমি ওর মতো মিথ্যা বলতে পারি না।’

২০০৭-০৮ সালের দিকে আদনান তার দ্বিতীয় স্ত্রী সাবাহ গালাদারির ‘পর্নো ভিডিও’ বানান। গুরুতর এই অভিযোগ জানিয়ে জুনায়েদ বলেন— ‘স্বামী-স্ত্রী নিজেদের ঘনিষ্ঠ ভিডিও শুট করতেই পারেন, তবে সেটা নিজেদের মধ্যে রাখা উচিত। কিন্তু আদনান সেটা কোর্টে পেশ করে গোটা ভারতকে দেখার সুযোগ করে দেয়। আর আদনান দাবি করে, এটা ও বানায়নি বরং বানিয়েছে সাবাহর প্রেমিক! এসব মিথ্যা। আমি তো শুনেছিলাম কোর্টে সাবাহ জ্ঞান হারিয়েছিল।’ জন্ম-পরিচয় নিয়েও মিথ্যাচার করেছেন আদনান সামি। তা স্মরণ করে জুনায়েদ বলেন, ‘১৯৬৯ সালের ১৫ আগস্ট, রাওয়াল পিন্ডির হাসপাতালে জন্মগ্রহণ করেন আদনান সামি। ১৯৭৩ সালে আমিও ওই হাসপাতালেই জন্মেছি। কিন্তু ও বলে বেড়ায় ওর জন্ম ইংল্যান্ডে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা।’

শুধু জন্ম-পরিচয়ই নয়, শিক্ষাগত যোগ্যতা নিয়েও ভুল তথ্য জানিয়েছে আদনান সামি। জুনায়েদের মতে— ‘ইংল্যান্ডে ডিগ্রি অর্জন করতে গিয়ে ফেল করে আদনান। তারপর লাহোর থেকে প্রশংসাপত্র জাল করে। পরে আবুধাবি থেকে প্রাইভেটে ‘এ লেবেল’-এর ডিগ্রি অর্জন করেন।’