আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন স্পাই হয়ে আসছেন সালমান

স্পাই হয়ে আসছেন সালমান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বলিউডে এখন পর্যন্ত বহু সুপারহিট বায়োপিক নির্মিত হয়েছে। সেসবে অভিনয় করেছেন অনেক তারকাই। এখন পর্যন্ত কোনো বায়োপিকে দেখা যায়নি সালমান খানকে। এবার সেটাই হতে চলেছে। রাজকুমার গুপ্তার এক থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন তিনি। শোনা যাচ্ছে, সেই ছবির প্রধান চরিত্র আসলে এক রক্তমাংসের ভারতীয় স্পাই রবীন্দ্র কৌশিকের আদলে তৈরি। সংবাদ প্রতিদিন বলছে, এক ভারতীয় বিনোদনমূলক ওয়েবসাইটের দাবি তেমনটাই। ‘ব্ল্যাক টাইগার’ নামে পরিচিত রবীন্দ্র কৌশিককে ভারতের অন্যতম শ্রেষ্ঠ গুপ্তচর বা স্পাই ধরা হয়। রুপালি পর্দায় তাকেই জীবন্ত করে তুলবেন সালমান। গুঞ্জন তেমনই।

সূত্র জানাচ্ছে, নাটকীয় থ্রিলারের মেজাজে তৈরি হবে ছবিটি। এমন শোনা গিয়েছিল ছবির নাম নাকি হবে ‘ব্ল্যাক টাইগার’। কিন্তু তা হচ্ছে না। আপাতত নতুন নাম খুঁজছেন নির্মাতারা। গত শতাব্দীর সাত ও আটের দশকের ভারতকে ফুটিয়ে তোলা হবে ছবিতে। যদি এই জল্পনা সত্যি হয়, তাহলে ‘এক থা টাইগার’-এর পরে ফের এক জমজমাট স্পাই থ্রিলারে দেখা যাবে সালমানকে। তফাত হল, এবারের গুপ্তচরটি বাস্তবের পৃথিবী থেকেই রুপালি পর্দায় আবির্ভূত হবেন।