আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ

স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে মারধরের অভিযোগ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১২:০৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


upনড়াইল: নড়াইলের লোহাগড়ার কালনাঘাট এলাকায় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী বদর খন্দকারের সমর্থক পাপ্পু বিশ্বাসকে (২৫) মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় মারধরের এ ঘটনা ঘটে।

হামলার শিকার পাপ্পু কামঠানা গ্রামের অসিত বিশ্বাসের ছেলে।

পাপ্পু জানান, বদর খন্দকারের সমর্থক হওয়ায় আওয়ামী লীগ প্রার্থীর দু’জন সমর্থক তাকে ব্যাপক মারধর করে। এ সময় বন্ধুদের সঙ্গে গল্প করছিলেন তিনি। পাপ্পুকে লোহাগড়ায় প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

লোহাগড়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী বদর খন্দকার অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ প্রার্থী নজরুল শিকদারের সমর্থকেরা আমার সমর্থকদের ভয়ভীতি দেখানোসহ মারধর করছে। নির্বাচন আদৌ সুষ্ঠু হবে কিনা সন্দেহ দেখা দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। জনগণ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন।

তবে এ অভিযোগ অস্বীকার করে আ. লীগ প্রার্থী নজরুল শিকদার বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার জনপ্রিয়তা দেখে ষড়যন্ত্রে নেমেছেন। লোহাগড়া ইউনিয়নে আ.লীগ ও বিদ্রোহী প্রার্থী ছাড়াও বিএনপি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, লোহাগড়ার নোয়াগ্রাম ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক পুড়িয়ে দেয়া হয়েছে। আ.লীগ প্রার্থী এ কে এম ফয়জুল হকের সমর্থকেরা অভিযোগ করেন, বুধবার গভীর রাতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা ছত্রহাজারী বাজার এলাকায় নৌকা প্রতীক পুড়িয়ে দিয়েছে।

নোয়াগ্রাম ইউনিয়নে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোহাগড়া ও নোয়াগ্রাম ইউনিয়নসহ নড়াইলের ছয়টি ইউনিয়নে ৪ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।