আজকের দিন তারিখ ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া

স্বাভাবিক জীবনে ফিরছেন রিয়া


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২, ২০২১ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন রিয়া চক্রবর্তী। গতকাল ভাই শৌভিক চক্রবর্তীর সঙ্গে মুম্বইয়ে একটি জিমের বাইরে দেখা গেল অভিনেত্রীকে। এই জিমেই এক সময় প্রেমিক সুশান্ত সিং রাজপুতের সঙ্গে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়তেন তিনি। রিয়াকে দেখা গেল হালকা গোলাপি রঙের লম্বা হাতা টি-শার্ট এবং ট্র্যাক প্যান্টসে। শৌভিক পরেছিলেন কালো রঙের টি-শার্টের সঙ্গে ছাই রঙা হাঁটু অবধি ট্রাউজার। জিম থেকে বেরিয়ে গাড়ির দিকে যাওয়ার সময় পাপারাৎজিদের উদ্দেশে ‘থাম্বস আপ’ দেখালেন শৌভিক। রিয়া শুধু ‘এক্সিউজ মি’ বলে ভিড় কাটিয়ে গাড়িতে উঠে গেলেন। সুশান্ত-মৃত্যু কাণ্ডে মাদকযোগে গ্রেফতার হওয়ার প্রায় ২৮ দিন পর জেল থেকে ছাড়া পেয়েছিলেন রিয়া।
এরপর দীর্ঘ দিন বাড়িতে নিজেকে বন্দি রেখেছিলেন তিনি। গত ডিসেম্বর মাসে পরিচালক রুমি জাফরি রিয়ার সঙ্গে সাক্ষাতের পর জানিয়েছিলেন, ধীরে ধীরে পুরনো জীবনে ফিরছে রিয়া। ‘চেহরে’ ছবিতে রিয়ার সঙ্গে কাজ করবেন বলেও জানিয়েছিলেন তিনি। জানুয়ারি মাসের শুরু দিকে বন্ধু শিবানি দন্ডেকরের দিদি অনুষ্কা দন্ডেকরের জন্মদিনের পার্টিতেও সামিল হয়েছিলেন রিয়া। হাসিমুখে বন্ধুদের সঙ্গে পুরনো দিনের মতো ক্যামেরার সামনে পোজও দিয়েছিলেন অভিনেত্রী।