আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অবস্থান, তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

স্বামী-সন্তান রেখে প্রেমিকের বাড়িতে অবস্থান, তরুণীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১০, ২০২২ , ৪:২৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


বরগুনা প্রতিনিধি : স্বামী-সন্তান থাকা সত্ত্বেও বিয়ের দাবিতে জামালপুর থেকে বরগুনার চান্দখালীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেওয়া শিখা আক্তার মৌয়ের বিরুদ্ধে ব‍্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে বরগুনার মূখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম বেতাগী থানাকে এই আদেশ দিয়েছেন। গত ২৯ এপ্রিল বরগুনার চান্দখালীর মাহমুদ হাসানের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন জামালপুরের শিখা আক্তার মৌ নামে এক তরুণী। পরে স্থানীয়দের সহায়তায় ছেলের বাড়ির তালা ভেঙে ভিতরে বসবাস করতে থাকে মেয়েটি। এরপর ১১ দিন যাবৎ বিভিন্ন গণমাধ‍্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির সাক্ষাৎকার প্রচার হতে থাকে। ছেলের বাবা মেয়েটিকে তার পুরনো স্বামীকে তালাকের কাগজ ও অভিভাবকদের নিয়ে আসতে বললে মেয়েটি ব‍্যর্থ হয়। এ বিষয়ে বরগুনা জেলা আইনজীবী সমিতির সদস‍্য অ্যাড. সাইমুল ইসলাম রাব্বি বলেন, আমি বিষয়টি আদালতের নজরে এনে আজ আবেদন করি। আদালতের বিচারক কথিত বিয়ের দাবিতে বরগুনার চান্দখালীতে একটি পরিবারকে অবরুদ্ধ করে অবস্থানরত জামালপুরের তরুণীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বেতাগী থানার ওসিকে নির্দেশনা দেন। বরগুনার মূখ্য বিচারিক হাকিম মুহাম্মদ মাহবুব আলম এই আদেশ দেন। জাস্টিস অব দ্যা পিস আইনে এই আদেশ দিয়েছেন বিচারক। বেতাগী থানার ওসি শাহ আলম জানান, এখনো আদেশ হাতে পাইনি। আদেশ পাওয়ার পরে ব‍্যবস্থা নেয়া হবে।