আজকের দিন তারিখ ৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ২৩শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্বাস্থ্য ও চিকিৎসা স্বাস্থ্যখাতে এডিবির ১০ কোটি ডলার অনুমোদন

স্বাস্থ্যখাতে এডিবির ১০ কোটি ডলার অনুমোদন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১, ২০২০ , ৫:২১ অপরাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য ও চিকিৎসা


দিনের শেষে প্রতিবেদক : করোনা মোকাবিলায় দেশের স্বাস্থ্যসেবা খাতের জরুরি চাহিদা পূরণে ১০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বৃহস্পতিবার এই ঋণ অনুমোদন করা হয়েছে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এডিবির ভাইস প্রেসিডেন্ট শিজিন চেন বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক সাফল্যের পথে কোভিড-১৯ মহামারী যখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, তখন এডিবি পাশে এসে দাঁড়িয়েছে। এই প্রকল্প জরুরি স্বাস্থ্য সরঞ্জাম সংগ্রহ ও সরবরাহ, রোগ নির্ণয় ব্যবস্থা এবং স্বাস্থ্যকর্মীদের সক্ষমতা বাড়ানোর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলার শক্তি অর্জনে বাংলাদেশকে সহায়তা করবে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকল্পের আওতায় ১৭টি মেডিকেল কলেজে আইসোলেশন এবং সিসিইউ ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার সুবিধা বাড়াতে ১৯টি পরীক্ষাগারের মানোন্নয়ন করা হবে। কোভিড-১৯ মোকাবেলায় ৫০ শতাংশ নারীসহ সাড়ে তিনহাজার স্বাস্থ্যকর্মীকে আধুনিক প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি আরও স্বাস্থ্যকর্মী নিয়োগ ও টেকনিক্যাল স্টাফদের সহযোগিতা্ও দেওয়া হবে প্রকল্প থেকে।‘কোভিড-১৯ জরুরি সহায়তা প্রকল্পের’ আওতায় বাংলাদেশের জরুরিভিত্তিতে ভাইরাসের নমুনা পরীক্ষার সরঞ্জাম সংগ্রহ, স্বাস্থ্য অবকাঠামোর উন্নয়ন, মহামারীতে দ্রুত সাড়া দেওয়া, প্রতিরোধ ও নজরদারির সক্ষমতা বাড়ানোর কাজে এই অর্থ ব্যয় করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।