স্বাস্থ্য অধিদফতরের পরিচালকসহ ৪ পদে রদবদল
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৩, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) পদ থেকে অব্যহতি দেয়া হয়েছে অধ্যাপক ডা. মো. ইকবাল কবিরকে। পরবর্তী পদায়নের জন্য তাকে পার-১ অধিশাখায় ন্যস্ত করা হয়েছে। সোমবার (২২ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া আরেকটি পৃথক প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের উপ-পরিচালক, ইনসিটু সহকারী পরিচালক (গবেষণা) ডা. আফরিনা মাহমুদকে চলতি দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠানটির পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) হিসেবে পদায়ন করা হয়েছে। নিটোরের যুগ্ম পরিচালক ডা. মুনশী মো. ছাদুল্লাহকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি করে স্বাস্থ্য অধিদফতরের প্ল্যানিং, মনিটরিং ও রিসার্চের লাইন ডিরেক্টর হিসেবে সংযুক্ত করা হয়েছে। আর জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) উপ-পরিচালক ডা. তড়িৎ কুমার সাহাকে নিটোরের যুগ্ম পরিচালক পদে পদায়ন করা হয়েছে।