আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস সড়ক দুর্ঘটনায় আহত ইমরুলের বাবা মারা গেছেন

সড়ক দুর্ঘটনায় আহত ইমরুলের বাবা মারা গেছেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২০, ২০২০ , ৬:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সড়ক দুর্ঘটনায় আহত জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান ইমরুল কায়েসের বাবা বানি আমিন অবশেষে মার গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রোববার রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত ২৩ মার্চ নসিমনের ধাক্কায় গুরুতর আহত হন মেহেরপুরের বাসিন্দা বানি আমিন। পা ও কানে মারাত্মক আঘাত পান তিনি। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে স্থানান্তর করা হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় হেলিকপ্টারে করে নিয়ে আসা হয় ঢাকায়। ইমরুলের বাবার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দেশের ক্রিকেটাঙ্গনে। গভীরভাবে শোকাহত তার সতীর্থরা। শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।