হঠাৎ রেকর্ড উচ্চতায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স!
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২৯, ২০২১ , ১১:৫৯ পূর্বাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য
দিনের শেষে প্রতিবেদক :পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি হঠাৎ লেনদেনে রেকর্ড উচ্চতায় পৌঁছাল। গতকাল (সোমবার) কোম্পানিটির ১ কোটি ৯ লাখ ৮৯ হাজার ৩১২টি শেয়ার কেনাবেচা হয়েছে। এই সব শেয়ারই কেনাবেচা হয়েছে দিনের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর ১২৯ টাকা ১০ পয়সায়। ডিএসই সূত্রে জানা গেছে, এক দশকে এ কোম্পানির এত বেশি শেয়ার একদিনে কেনাবেচার রেকর্ড নেই। যে দরে সোমবার শেয়ারটি কেনাবেচা হয়েছে, এটিও গত এক দশকের সর্বোচ্চ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে কোম্পানিটির লেনদেন হওয়া সব শেয়ারের বাজারমূল্য ছিল ১৪১ কোটি টাকা। সকাল ১০টায় লেনদেন শুরুর মাত্র ৩ মিনিটের মধ্যেই এর প্রায় সবটাই কেনাবেচা হয়। এর আগে গত ৪ এপ্রিলও ডেল্টা লাইফের শেয়ার ৬২ টাকা দরে কেনাবেচা হচ্ছিল। অর্থাৎ তিন মাসেরও কম সময়ে শেয়ারটির দর দ্বিগুণ হল। অবশ্য বিমা খাতের অধিকাংশ শেয়ার কয়েক মাসের ব্যবধানে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে। বাজার সংশ্লিষ্টরা জানান, সমবায় অধিদপ্তরের এক সরকারি কর্মকর্তা এবং তার অনুসারীরা লেনদেন হওয়া এ শেয়ারের সিংহভাগ কিনে নিয়েছেন। অপর এক সূত্রে জানা গেছে, দেশ সেরা এক ক্রিকেটার এবং বেসরকারি খাতের নতুন প্রজন্মের একটি ব্যাংকের এক পরিচালকও এ শেয়ার কিনেছেন। এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংকের মালিকানাধীন ব্রোকারেজ হাউস থেকে এ শেয়ারের বড় অংশ বেচাকেনা হয়েছে। এদিকে, কোম্পানিটির সিংহভাগ শেয়ার বিক্রি করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সর্বশেষ ২০১৮ সালের জন্য ডেল্টা লাইফ তার শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর সমাপ্ত প্রান্তিকের পর কোম্পানিটি কোনো আর্থিক বিবরণী প্রকাশ করেনি। আইডিআরএ ২০২০ সালের অ্যাকচুয়ারি অনুমোদন না করায় ২০২০ সালের জন্য ডিভিডেন্ডও দিতে পারেনি।