আজকের দিন তারিখ ২৯শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ১৪ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হবিগঞ্জে করোনা রোগেীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিলেন জেলা প্রশাসক

হবিগঞ্জে করোনা রোগেীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিলেন জেলা প্রশাসক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৩, ২০২০ , ৫:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে করোনা আক্রান্ত রোগীদের বাসায় বাসায় ফলের ঝুড়ি, খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌছে দিয়েছেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী বিভিন্ন উপজেলা ও পৌর শহরের করোনা রোগীদের এ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
সকালে জেলা প্রশাসক বানিয়াচং ও নবীগঞ্জ উপজেলার করোনা রোগীদের চিকিৎসা ব্যবস্থা সরাসরি পরিদর্শন করেন। তিনি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগীদের খোঁজ নেন। এসময় কয়েকজন আক্রান্ত রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক। দুপুরে জেলা প্রশাসক শহরের ইনতাবাদ, সবুজবাগসহ বিভিন্ন এলাকার করোনা রোগীদের বাসায় বাসায় ফল ও খাদ্য সামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, পৌর মেয়র মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হাসান রুবেলসহ দফতরের কর্মকর্তারা। এর আগে সকাল শহরের আহসানিয়া মিশনে ৪৪ জন এতিম শিশুকে ১ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, সাবেক পৌর মেয়র শহীদ উদ্দিন চৌধুরী, সাংবাদিক শামীম আহসান প্রমুখ।।