আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

হবিগঞ্জে কাভার্ড ভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৬


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৬, ২০২১ , ১১:০৭ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কে শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গেইট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে আসা অলিপুরগামী একটি সিএনজি অটোরিকসা নছরতপুর নামক স্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালকসহ ৬ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এর মধ্যে দুইজন নারী ও চারজন পুরুষ।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় দেব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, খরব পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায়। তবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।