আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হবিগঞ্জে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

হবিগঞ্জে দোকান কর্মচারীর লাশ উদ্ধার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২১ , ১১:৪৬ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের শ্যামলী আবাসিক এলাকা থেকে ফাস্টফুড দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় ওই এলাকার বাগানবাড়ি নামক স্থান থেকে নিজামউদ্দিন (২৭) নামে ওই যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার ওসি মো. মাসুক আলী জানান, খবর পেয়ে তিনিসহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তার হাতে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। নিহত নিজামউদ্দিন মাধবপুর উপজেলার মনতলার হরিণখোলা গ্রামের ইমামউদ্দিনের ছেলে। তিনি হবিগঞ্জ শহরে একটি ফাস্টফুড দোকানের কর্মচারী ছিলেন।