আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস হযবরল অবস্থায় শুরু বিপিএল, ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট

হযবরল অবস্থায় শুরু বিপিএল, ফিল্ডিংয়ে মাশরাফির সিলেট


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ৬, ২০২৩ , ৪:০৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : পূর্বের সূচি অনুযায়ী খেলা শুরু হতে সময় বাকি ২ ঘণ্টা তখন। এর মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিবৃতি দিয়ে খেলার সূচি পরিবর্তন করে আধঘণ্টা আগে নিয়ে আসে। এতেই বোঝা যায় কতটা হযবরল অবস্থায় শুরু হলো দেশের ক্রিকেটের সর্বোচ্চ লিগ।  শুক্রবার (৬ জানুয়ারি) নির্ধারিত সময় আরাইটার খেলা শুরু হওয়ার কথা থাকলেও তড়িৎ সিদ্ধান্তে ২টায় শুরু হয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নবম আসরের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠান সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।  ছুটির দিন হলেও মাঠে দর্শকদের আনাগোণা নেই বললেই চলে। অপেশাদারিত্বের কারণে, মানহীন খেলোয়াড়দের কারণে বিপিএল নিয়ে দর্শকদের খুব একটা আগ্রহও নেই।  টস জিতে মাশরাফি বলেন, ‘আমরা শুরুতে বল করবো। আমাদের দলে দারুণ কিচু অলরাউন্ডার আছে, ভালো অনুশীলন করেছি।’ মাশরাফি সবশেষ মাঠ নামেন গত বছরের এপ্রিলে, ঢাকা প্রিমিয়ার লিগে।

এদিকে চট্টগ্রামের অধিনায়ক শুভাগত বলছেন, আগে ব্যাট করতে পেরে আমরা খুশি। এখন স্কোরবোর্ডে ভালো সংগ্রহ দাঁড় করানো প্রয়োজন। আমাদের প্রস্তুতি দারুণ হয়েছে। আশা করি ক্রিকেটাররা ভালো করবে।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: আফিফ হোসেন, উসমান খান , মৃত্যুঞ্জয় চৌধুরী, মালিন্দা পুষ্পকুমারা, শুভাগত হোম (অধিনায়ক), ডারউইশ রাসুলী, মেহেদী মারুফ, উন্মুক্ত চাঁদ, আল-আমিন, নিহাদুজ্জামান, মেহেদী হাসান রানা।