আজকের দিন তারিখ ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস লীড হাঁটুর চোটে ছিটকে গেলেন শাহিন আফ্রিদি

হাঁটুর চোটে ছিটকে গেলেন শাহিন আফ্রিদি


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২২ , ১১:০৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস লীড


স্পোর্টস ডেস্ক : ইতিহাসগড়া জয়ের পর দ্বিতীয় টেস্টের আগে দুঃসংবাদ পেলো পাকিস্তান ক্রিকেট দল। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার থেকে শুরু হতে যাওয়া ম্যাচটি খেলতে পারবেন না পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

প্রথম ম্যাচে পাকিস্তানের ইতিহাস গড়ার পেছনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন শাহিন। ম্যাচের প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ২২২ রানে গুটিয়ে দেওয়ার পথে ৪ উইকেট নেন শাহিন।

কিন্তু দ্বিতীয় ইনিংসে হাঁটুর চোটের কারণে সাত ওভারের বেশি করতে পারেননি এ তরুণ বাঁহাতি পেসার। ফিল্ডিং করার সময় ডাইভ দিতে গিয়ে পাওয়া চোটের কারণে হাঁটুতে বরফ পেঁচিয়ে মাঠ ছাড়েন শাহিন।

আফ্রিদির অনুপস্থিতিতে দ্বিতীয় টেস্টের একাদশে সুযোগ পেতে পারেন হারিস রউফ অথবা ফাহিম আশরাফ। চোটের কারণে টেস্টে ১০০ উইকেটের অপেক্ষা বাড়লো শাহিনের। বর্তমানে তার রয়েছে ৯৯ উইকেট।