আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স: ৭ দিনে আয় ২০০ কোটির বেশি

হাঁটুর বয়সী নায়িকার সঙ্গে চিরঞ্জীবীর রোমান্স: ৭ দিনে আয় ২০০ কোটির বেশি


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২০, ২০২৩ , ৩:৫১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা চিরঞ্জীবী। ৩৬ বছরের শ্রুতি হাসানের সঙ্গে ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন ৬৭ বছর বয়সী চিরঞ্জীবী। তেলেগু ভাষার এ সিনেমায় রোমান্স করতে দেখা যাবে এই জুটিকে। গত ১৩ জানুয়ারি মুক্তি পেয়েছে ববি কোলি পরিচালিত এই সিনেমা। শুরু থেকেই বক্স অফিসে সাড়া ফেলেছে এটি। এরই মধ্যে দুই শ’ কোটি রুপি আয়ের ক্লাবের দিকে ছুটছে সিনেমাটি।

বলিউড রিভিউয়ের তথ্য অনুসারে, ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ সিনেমাটি মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৪৯.১ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৬.৪ কোটি রুপি, তৃতীয় দিনে ২৬.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ২৫.৮ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে ১৬.৪ ও সপ্তম দিনে ১৩ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ১৬৫.৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ২১১ কোটি ৭৬ লাখ টাকার বেশি।

অ্যাকশন-কমেডি ঘরানার এ সিনেমায় আরো অভিনয় করেছেন— রবি তেজা, ক্যাথেরিন তৃষা। শুধু ভারতের ১১০০ পর্দা ও বিদেশে ৫০০ পর্দায় প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। মিথরি মুভি মেকার্স প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয়েছে ১৪০ কোটি রুপি।