আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
এক্সক্লুসিভ হাঁসের স্নাতক ডিগ্রি লাভ!

হাঁসের স্নাতক ডিগ্রি লাভ!


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ১:৫১ অপরাহ্ণ | বিভাগ: এক্সক্লুসিভ


44কাগজ অনলাইন ডেস্ক: সৃষ্টিকূলের সেরা মানুষকে নানান ডিগ্রি লাভের কথা আমরা শুনে থাকি। তাই বলে অন্য প্রাণি যেমন হাঁসের ডিগ্রি লাভ! এমনই অবিশ্বাস্য অথচ সত্যি সত্যি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মেলবোর্নে। সেখানকার সানট্রি এলিমেন্টারি স্কুল থেকে এটি স্নাতক ডিগ্রি পেয়ে সবাইকে অবাক করে দিয়েছে।

এই খবর প্রকাশ হওয়ার পর সার্জিও নামের হাঁসটিকে দেখতে লোকজন ভিড় করছে।

শুধু তাই নয়, ‘রহস্যময়’ হাঁসটিকে নিয়ে অনলাইনে ‘দ্য মিরাকল ডাক’ নামে একটি পেজও খোলা হয়েছে। আর এতে প্রচুর লাইকও পড়েছে।

খবরে বলা হয়, স্কুলটির বিজ্ঞান শিক্ষার্থীদের গবেষণায় মোট ৪০টি হাঁস যোগাড় করা হয়। দীর্ঘ পরীক্ষায় বাকি সব হাঁস মারা গেলেও সার্জিও বেঁচে যায়। পরে স্কুল কর্তৃপক্ষ এটিকে একটি ডিগ্রি দেয়ার সিদ্ধান্ত নেয়। এতে স্কুলের সকল শিক্ষার্থী খুশি হয়। সঙ্গে হাঁসটিও! খবর ইউপিআই’র