আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর

হাটহাজারীর ১৩ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২৮ নভেম্বর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৫, ২০২১ , ২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের হাটহাজারীতে তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ১৩ ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তবে সীমানা নির্ধারণসংক্রান্ত জটিলতার কারণে সদ্য ঘোষিত তফসিলে উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়ন বাদ রাখা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২ নভেম্বর। যাচাই-বাছাই ৪ নভেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৫ নভেম্বর থেকে শুরু হবে। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর। এ ছাড়া ১২ নভেম্বরের পর দেওয়া হবে প্রতীক বরাদ্দ। হাটাহাজারীর যে ১৩ ইউনিয়নে নির্বাচন হবে, সেগুলো হলো— ধলই, মির্জাপুর, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদণ্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, উপজেলার ১৩ ইউপিতে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আশা করি, আমরা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব।