আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// হাতুড়ি দিয়ে ঘর ভেঙে নানা মাধ্যমে প্রচার করেছে ষড়যন্ত্রকারীরা: প্রধানমন্ত্রী

হাতুড়ি দিয়ে ঘর ভেঙে নানা মাধ্যমে প্রচার করেছে ষড়যন্ত্রকারীরা: প্রধানমন্ত্রী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৯, ২০২১ , ১:৩৭ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনেরে শেষে প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন-গৃহহীনদের জন্য প্রায় দেড় লাখের মতো ঘর নির্মাণ করা হলেও মাত্র ৩০০টি ঘরে ত্রুটি ধরা পড়েছে। এরমধ্যে কিছু ঘর হাতুড়ি-শাবল দিয়ে ষড়যন্ত্রকারীরা ভেঙে গণমাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচার করেছে।
বৃহস্পতিবার সকালে গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। এসময় তিনি বলেন, তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের শক্তিশালী সংগঠন থাকায় করোনা অতিমারির ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব হয়েছে।