আজকের দিন তারিখ ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘হাথুরুসিংহের মাধ্যমে উপকৃত হবে বাংলাদেশ’

‘হাথুরুসিংহের মাধ্যমে উপকৃত হবে বাংলাদেশ’


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৯, ২০২৩ , ৫:৩৫ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : অনেক জল্পনা-কল্পনা শেষ চন্ডিকা হাথুরুসিংহকে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই বছরের চুক্তিতে টাইগারদের দায়িত্ব নিতে সোমবার (২০ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন শ্রীলঙ্কান এই কোচ। স্বদেশি চন্ডিকা হাথুরুসিংহে ফের টাইগারদের কোচ হওয়ায় বেশ খুশি বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ। হাথুরুসিংহে কোচ হওয়াতে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে বলে মনে করেন হেরাথ। রোববার (১৯ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে হেরাথ বলেন, ‘চন্ডিকা এর আগে বাংলাদেশে কাজ করেছেন। ওই সময় ভালো করেছেন, সাফল্যও পেয়েছেন। আমার ক্ষেত্রে বলবো, আমি তার সঙ্গে খেলেছি, তার কোচিংয়েও খেলেছি। তো এদিক থেকে তার ব্যাপারে আমার ফিডব্যাক ইতিবাচক এবং আমি আত্মবিশ্বাসী, বাংলাদেশ ক্রিকেট তার মাধ্যমে উপকৃত হবে।’ হাথুরুসিংহের অধীনে মোট ১০২ ম্যাচ খেলে বাংলাদেশ। ৪১টি জয়ের বিপরীতে ৫১টি ম্যাচে হারে টাইগাররা। তার অধীনে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল ও ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলে বাংলাদেশ।