হাথুরুসিংহে-শান্তর আলাপে অনুশীলন শুরু, যোগ দিলেন লিটন
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ২২, ২০২৩ , ১১:১২ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
ক্রীড়া প্রতিবেদক: হোম অব ক্রিকেটে সবার আগে হাজির প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও বাঁহাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দুজনকে শের-ই-বাংলায় দাঁড়িয়ে দেখা যায় প্রয়োজনীয় আলাপ-আলোচনা সেরে নিতে। এরপর একে একে সবাই এসে ফুটবল নিয়ে গা গরম করতে থাকেন। মঙ্গলবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯ টায় জাতীয় দলের রুদ্ধধার অনুশীলন শুরু হয়। গা গরম শেষে ড্রেসিং রুমের সামনে সবাইকে ব্রিফ করেন প্রধান কোচ। এরপর মুশফিককে দেখা যায় হাথুরুসিংহের মতো সতীর্থদের ব্রিফ করতে। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির পর শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলা শেষে শুরু হলো লিটন দাসের এশিয়া কাপের প্রস্তুতি। লিটন যোগ দিলেও বাণিজ্যিক ব্যস্ততা থাকায় সাকিব আল হাসান এখনো অনুশীলন শুরু করেননি। ২০ আগস্ট তিনি শ্রীলঙ্কা থেকে ঢাকায় ফেরেন। গতকাল ঐচ্ছিক অনুশীলন থাকলেও লিটন কাটিয়েছেন বিশ্রামে। আজ যোগ দিয়েছেন অনুশীলনে। গ্লোবাল টি-টোয়েন্টি ও এলপিএল দুই টুর্নামেন্টে লিটন ছিলেন নিজের ছায়া হয়ে। গ্লোবাল টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে ২১.৭১ গড়ে লিটনের রান আর এলপিএলে ৩ ম্যাচে আসে ৩৪ রান। এশিয়া কাপ-বিশ্বকাপ শুরুর আগে লিটনের এমন ফর্মে বাড়ছে দুশ্চিন্তা।