আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব হাসপাতালের কার্নিশে করোনা রোগী! উদ্ধারে দমকল বাহিনী

হাসপাতালের কার্নিশে করোনা রোগী! উদ্ধারে দমকল বাহিনী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১১, ২০২১ , ২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : কলকাতায় একটি মেডিক্যাল কলেজের চারতলার কার্নিশে দাঁড়িয়ে রয়েছেন করোনা রোগী। জানা যায়, তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রিন বিল্ডিংয়ের জানালা থেকে বেরিয়ে কার্নিশে দাঁড়ান তিনি। পরে অনেক চেষ্টা করে তাকে উদ্ধার করা হয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভোররাত নাগাদ হাসপাতালের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই ব্যক্তি। কিন্তু, নজর পড়ে হাসপাতালকর্মীদের। প্রায় দেড়ঘণ্টা সময় লেগে যায় তাকে উদ্ধার করতে। এ ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতাল চত্বরে। ফায়ার সার্ভিস ও বিপর্যয় মোকাবেলার দল এসে তাকে উদ্ধার করে। জানা গেছে, পিপিই কিট পরে উদ্ধারে নামেন তারা। সূত্র : জি নিউজ