আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হাসপাতালে ভর্তি নির্মাতা কাজী হায়াৎ

হাসপাতালে ভর্তি নির্মাতা কাজী হায়াৎ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৯, ২০২১ , ৩:৫৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন দেশের বরেণ্য চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। এরপর তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তার পুত্র কাজী মারুফ এ তথ্য নিশ্চিত করে জানান, এখন তার চিকিৎসা চলছে।

তিনি বলেন, আব্বুকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ হার্টে ব্লক ধরা পড়ার সন্দেহ করছেন চিকিৎসকরা। এমনটা হলে তাকে রিং পরানো হবে।সবার কাছে দোয়া চেয়ে তিনি আরও বলেন, দেশবাসীর কাছে অনুরোধ যেন প্রতিবারের মতো এবারো আমার আব্বুর পাশে থাকেন৷ যেন উনি আবার সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারেন। আমার আব্বুর জন্য আপনারা দোয়া করবেন।

প্রসঙ্গত, এর আগে চলতি বছরের মার্চে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নির্মাতা কাজী হায়াত৷