আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হাসপাতালে রাখি সাওয়ান্ত

হাসপাতালে রাখি সাওয়ান্ত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মে ১৫, ২০২৪ , ৪:২৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউডের আলোচিত অভিনেত্রী রাখি সাওয়ান্তকে। হৃদরোগজনিত সমস্যা নিয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। টাইমস নাউ এ খবর প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির পক্ষ থেকে যোগাযোগ করা হলে মুঠোফোনে রাখি সাওয়ান্ত বলেন, ‘আমার হার্টে সমস্যা দেখা দিয়েছে। আমি এখন কথা বলার অবস্থায় নেই। আমাকে আগামী ৫-৬ দিন বিশ্রামে থাকতে হবে। প্লিজ।’

রাখি মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি রয়েছেন, তা জানাননি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এখন কোন হাসপাতালে ভর্তি রয়েছি, তা বলতে পারব না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন।’

ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি তার প্রাক্তন স্বামীর দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছেন আদালত। ওই সময়ে দুবাইয়ে ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এই অভিনেত্রী।