হিলিতে আরও কমেছে তাপমাত্রা, আলো জ্বালিয়ে চলছে যান
পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২১, ২০২১ , ১১:১৩ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ
হিলি প্রতিনিধি : উত্তরের জেলা দিনাজপুরের হিলিতে ঘন কুয়াশা ও হিমেল বাতাসে শীতের মাত্রা বাড়ায় বিপাকে পড়েছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। সকালে কুয়াশা থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তবে দিনের বেলা কুয়াশার মাত্রা কম থাকছে। রোদ উঠলে দুপুরের দিকে তাপমাত্রা বাড়ছে। বিকালের পর থেকে সকাল পর্যন্ত তীব্র শীত অনুভূত হচ্ছে। এদিকে আগে রাত ১০টা পর্যন্ত বাজারে মানুষের সমাগম থাকলেও শীতের কারণে সন্ধ্যার পর বাজার ফাঁকা হয়ে যাচ্ছে। ইউসুফ হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, গত কয়েক দিন ধরে তীব্র শীত। এতে সকালে সাইকেল চালিয়ে প্রাইভেট পড়তে যেতে খুব কষ্ট হচ্ছে। সকালে যে অন্য কিছুতে করে প্রাইভেটে আসবো ভ্যান না পাওয়ায় সেটাও সম্ভব হয় না।
সকালের ঘন কুয়াশায় বিপাকে পড়েছে শিক্ষার্থীরাও
সকালে নিয়মিত হাঁটতে বের হন মমতাজ বেগম। তিনি বলেন, আমি ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছি। চিকিৎসক আমাকে হাঁটতে বলেছেন। তাই সকালে বের হয়েছি। কিন্তু কয়েক দিন ধরে যে শীত পড়েছে তাতে হাঁটতে খুব কষ্ট হচ্ছে। গাড়িচালকরা বলছেন, অনেক সকাল পর্যন্ত কুয়াশা থাকছে। এতে দুর্ঘটনার শঙ্কা বেড়েছে। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চালাতে হচ্ছে । আবহাওয়া অধিদফতর দিনাজপুরের ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, আজ দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.০২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমানণ ৯১ শতাংশ। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪-৬ কিলোমিটার। বেলা বাড়লে ঘণ্টায় ১০-১৩ কিলোমিটার পর্যন্ত হতে পারে।