আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হুবহু শাহরুখ খান! ভিডিও ভাইরাল

হুবহু শাহরুখ খান! ভিডিও ভাইরাল


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০২১ , ১২:০১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  বিশ্বে প্রায় একরকম চেহারার মানুষ চারদিকে ছড়িয়ে আছে। কিন্তু তাদের খোঁজ পেলে উত্তেজিত হয়ে যান নেটাগরিকরা। বিশেষ করে তারকাদের হুবহু চেহারার মানুষের সন্ধান পেলে সে খবর ছড়িয়ে যেতে বেশি সময় লাগে না। নেটমাধ্যম আবিষ্কার হওয়ার পর থেকে এই প্রক্রিয়া আরও যেন সহজ হয়ে গেছে।  বলিউডের প্রথম সারির তারকারা যেমন সালমান খান, রণবীর কাপুর, ঐশ্বরিয়া রাই, প্রয়াত অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত প্রমুখের ক্ষেত্রে এই ঘটনা আগেও ঘটেছে। বলিউডের কিং খানের মতো দেখতেও একাধিক মানুষের সন্ধান মিলেছে। কিন্তু নেটাগরিকরা সম্প্রতি আর এক ব্যক্তির খোঁজ পেয়েছেন। তাদের দাবি, ‘এ যেন হুবহু শাহরুখ’! তিনি হলেন ইব্রাহিম কাদরি।

কেবল দেখতে এক রকম তাই নয়, ইব্রাহিম ইনস্টাগ্রামে যে ছবি দেন, সেখানে তিনি শাহরুখের মতোই সাজেন। শাহরুখের বিখ্যাত কায়দায় হাত তুলে নিজের অনুরাগীর সংখ্যা বাড়িয়ে নিয়েছেন তিনি। বলিউড তারকার ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘রইস’ ছবির দৃশ্যকে নিজের মতো করে শুট করে সেগুলো ইনস্টাগ্রামে দেন ইব্রাহিম।  নেটাগরিকরা তার ছবির নিচে কমেন্ট অপশনে লেখেন, ‘অবিশ্বাস্য’, ‘চোখ প্রতারণা করে আমার সঙ্গে। মাঝে প্রোফাইলে নাম দেখে বুঝতে পারি যে তুমি শাহরুখ নও’। কয়েক বছর আগে জর্ডানে আর এক ‘নকল শাহরুখ’ এর সন্ধান পাওয়া গিয়েছিল। তাছা়ড়া জম্মু ও কাশ্মীরে আরও এক ব্যক্তির ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। শাহরুখের সঙ্গে চেহারার মিল পেয়েছিলেন বলে দাবি নেটাগরিকদের।