আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সুজান

বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুললেন সুজান


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৮:১৩ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


6অনলাইন বিনোদন ডেস্ক: বলিউড তারকা হৃতিক রোশনের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের প্রায় দেড়বছর পরে সেই বিচ্ছেদের কারণ সম্পর্কে ইঙ্গিত দিলেন সুজান খান। একটি সাময়িকপত্রকে দেওয়া সাক্ষাৎকারে সুজান বলেছেন, ‘‘আমরা জীবনের এমন একটা পর্বে পৌঁছেছিলাম যে, আমিই সিদ্ধান্ত নিই, আর একসঙ্গে থাকা যাবে না। মিথ্যা সম্পর্কে না থাকাটা আমাদের দু’জনের পক্ষেই বাঞ্ছনীয় ছিল।’’

সুজানের বক্তব্যে দু’টি বিষয় খুব স্পষ্টভাবে বলা হয়েছে বলেই মনে করছে সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার একাংশ। যার একটি হল, বিচ্ছেদের সিদ্ধান্ত সুজানেরই। আর বিচ্ছেদের সম্ভাব্য কারণ হিসাবে চর্চার কেন্দ্রে উঠে এসেছে সুজান উল্লিখিত ‘মিথ্যা সম্পর্ক’ শব্দ দু’টি। এটা কী হৃতিক-সুজানের  দাম্পত্যে তৃতীয় কোনও ব্যক্তির উপস্থিত হওয়ার ইঙ্গিত?

‘কাইট্‌স’ ছবির নায়িকা বারবারা মোরি’র সঙ্গে হৃতিকের ঘনিষ্ঠতা নায়কের বিবাহবিচ্ছেদের কারণ হয়ে থাকতে পারে বলে আগেই জল্পনা ছড়িয়েছিল। পরবর্তী সময়ে কঙ্গনা রানাউতের সঙ্গেও জড়িয়েছে হৃতিকের নাম। চলতি বছরের শুরুর দিকে কঙ্গনা নাম না করেই হৃতিককে ‘বোকা প্রাক্তন প্রেমিক’ বলে কটাক্ষ করেছিলেন। যদিও হৃতিক দাবি করেছেন, কস্মিনকালেও কঙ্গনার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল না। নায়কের দাবি, সম্ভবত ‘ভুয়া’ কোনও হৃতিককেই তিনি ভেবে ইমেল পাঠাতেন কঙ্গনা। ওই বিতর্কে সোশ্যাল মিডিয়ায় হৃতিকের পাশে দাঁড়ালেও তাঁদের আবারও কাছাকাছি আসার সম্ভাবনা দৃঢ়ভাবে নাকচ করেছেন সুজান। আবার সুজানের সঙ্গে বলিউডের মডেল-তারকা অর্জুন রামপালের সম্পর্ক নিয়েও কানাকানি কম হয়নি।

এহেন পরিস্থিতিতে সুজানের এই মন্তব্যের নিহিতার্থ তাঁদের দাম্পত্যে তৃতীয় কারও উপস্থিতির দিকেই ইঙ্গিত করছে বলে বিভিন্ন মহলের অনুমান। ওই সাক্ষাৎকারে সুজান আরও বলেছেন, ‘‘আমরা এখনও ঘনিষ্ঠ বন্ধু। একসঙ্গে ঘোরাঘুরি না-করলেও আমাদের মধ্যে এখনও প্রচুর কথাবার্তা হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা দু’জনেই আমাদের সন্তানদের প্রতি দায়বদ্ধ। সন্তানেরা মাঝখানে থাকলে মতভেদ সরিয়ে রেখে তাদের দেখভালের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত।’’

হৃতিক এবং সুজানকে তাঁদের দুই সন্তানের পাশে কিছুদিন আগেও একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সন্তানদের অনুপস্থিতিতে এই প্রাক্তন দম্পতি লক্ষ্যণীয়ভাবেই এক ফ্রেমের বাইরে থাকেন। যেমন, চলতি বছরের জানুয়ারিতে হৃতিকের ৪২ বছরের জন্মদিনের পার্টিতে সুজানের অনুপস্থিতি নজর কেড়েছিল অনেকের। সেবার সুজান বলেছিলেন, ‘‘আমাকে তো ডাকাই হয়নি। যাব কেন!’’