আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন

হৃদরোগে আক্রান্ত সুস্মিতা সেন


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩, ২০২৩ , ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। কয়েক দিন আগে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এই প্রাক্তন বিশ্ব সুন্দরী। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি। বৃহস্পতিবার (২ মার্চ) ইনস্টাগ্রাম পোস্ট এসব তথ্য জানিয়েছেন সুস্মিতা সেন নিজেই। ৪৭ বছর বয়সী সুস্মিতা সেন ইনস্টাগ্রাম পোস্টে বলেন, ‘কয়েক দিন আগে আমি হৃদরোগে আক্রান্ত হই। অ্যানজিওপ্লাস্টি করানো হয়েছে। স্টেন্ট পরানো হয়েছে। সবচেয়ে জরুরি কথা হলো— আমার কার্ডিওলজিস্ট নিশ্চিত করেছেন, আমার বড় একটি হৃদয় আছে। সময় মতো তাদের সহযোগিতা ও গঠনমূলক পদক্ষেপের জন্য সকলকে ধন্যবাদ।’

নিজের হৃদয়কে সবসময় খুশি রাখা প্রয়োজন, সেই সঙ্গে মনে সাহস থাকাটাও খুব জরুরি। আমার শুভাকাঙ্ক্ষীদের ভালো খবরটি জানানোর জন্য এই পোস্ট করেছি। সবকিছু ঠিক আছে। স্বাভাবিক জীবনে ফেরার জন্য আমি প্রস্তুত। সবার জন্য ভালোবাসা।’ বলেন সুস্মিতা সেন।

প্রিয় অভিনেত্রীর অসুস্থতার খবরে তার ভক্তদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। সুস্মিতা সেনের পোস্টের কমেন্ট বক্সে তার ভক্তরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই অভিনেত্রীকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।