আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার

হেফাজত নেতা রিজওয়ান রফিকী গ্রেফতার


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ২:৪২ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে ডেস্ক : হেফাজতে ইসলামের নেতা মুফতি রিজওয়ান রফিকীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় গ্রেফতার নেতাদের উষ্কানি দেওয়ার অভিযোগে শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, শুক্রবার দিবাগত রাতে রাজধানীর মুগদা এলাকা থেকে ডিবি পুলিশের মতিঝিল বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার জানান, মতিঝিল, পল্টন ও বাইতুল মোকারররম এলাকায় হেফাজতের তাণ্ডবের ঘটনায় যেসব নেতা গ্রেফতার হয়েছে তাদেরকে উস্কানিমূলক কথা বলে প্রভাবিত করতো হেফাজতের এ নেতা। এ কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে কিনা সে সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।