আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন হোমায়রা হিমুর প্রেমিকেরা

হোমায়রা হিমুর প্রেমিকেরা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০১৬ , ৪:১৪ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


Homayra-Himu-1কাগজ অনলাইন ডেস্ক: ছোটপর্দার প্রতিশ্রুতিশীল অভিনেত্রী হোমায়রা হিমুকে ইদানীং নাটকে খুব কম দেখা যায়। বিশেষ দিনগুলোর নাটকে টুকটাক কাজ করছেন তিনি। এবার ঈদে ‘কলিকালের রোমিও’ নামে একটি ধারবাহিকে অভিনয় করছেন। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নির্মাতা জুয়েল হাসান। ইতিমধ্যেই নাটকটির কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে। বাকি পর্বের শুটিং চলছে।

জুয়েল হাসান বাংলামেইলকে জানালেন, ‘এই নাটকের নায়িকা হোমায়রা হিমু। তিনি একসঙ্গে চারজনের সঙ্গে প্রেমের প্ল্যান করেন। মূলত হিমু ও তার প্রেমিকদের গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটকটি। আশা করি দর্শকদের ভালো লাগবে।’

নাটকে তার চার প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, রিফাত চৌধুরী, হান্নান শেলি ও সোহান খান।