আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ১০০ কোটি ডোজ টিকা প্রদানে ভারতের নতুন মাইলফলক

১০০ কোটি ডোজ টিকা প্রদানে ভারতের নতুন মাইলফলক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২১, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে চলছে টিকাদান কর্মসূচী। সেই কার্যক্রমে নতুন মাইলফলক অতিক্রম করলো ভারত। আজ বৃহস্পতিবার সকালে ১০০ কোটি ডোজ টিকা দেওয়ার কীর্তি গড়লো দেশটি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি হিসেবে খ্যাত ভারতের এই কর্মসূচির ১০০ কোটি ডোজের মাইলফলক উদযাপন করছে দেশটির সরকার।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, এ সাফল্য ভারতের ১৩০ কোটি মানুষের যৌথ প্রচেষ্টার ফল। তিনি চিকিৎসক, নার্স ও এ সাফল্যের পেছনে যারা কাজ করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এক টুইটে তিনি বলেন, ভারত ইতিহাস সৃষ্টি করেছে। বিজ্ঞান, উদ্যোগ ও ১৩০ কোটি ভারতীয়দের সম্মিলিত চেতনার বিজয় প্রত্যক্ষ করছি আমরা। যেই ১০০ কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন তাদের আমি সাধুবাদ জানাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মানসুখ মানদাভিয়া টুইটারে বলেন, এই সাফল্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বের ফল।