আজকের দিন তারিখ ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’

১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় ‘পথের পাঁচালী’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৮, ২০২৩ , ৫:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত টাইম ম্যাগাজিনের জরিপে পৃথিবীর ১০০ বছরের সেরা চলচ্চিত্রের তালিকায় জায়গা করে নিয়েছে সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমা। ১৯২০ থেকে ২০১০; মোট দশ দশকের সেরা সিনেমা বাছাই করেছে টাইম। এতে পঞ্চাশের দশকের সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে ‘পথের পাঁচালী’। এক শতাব্দীর এই তালিকায় এটিই একমাত্র ভারতীয় সিনেমা।

টাইমের জরিপে পঞ্চাশের দশকের তালিকায় জায়গা পাওয়া অন্য সিনেমাগুলো হলো— ‘দ্য ব্যান্ড ওয়াগন’ (১৯৫৩), ‘অন দ্য ওয়াটারফ্রন্ট’ (১৯৫৪), ‘সেভেন সামুরাই’ (১৯৫৪), ‘নাইটস অব ক্যাবিরিয়া’ (১৯৫৭), ‘ভার্টিগো’ (১৯৫৮), ‘দ্য ৪০০ ব্লোস’ (১৯৫৯), ‘ইমিটেশন অব লাইফ’ (১৯৫৯), ‘রিও ব্রাভো’(১৯৫৯) ও ‘সাম লাইক ইট হট’ (১৯৫৯)।

গত বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকস (ফিপরেস্কি)-এর জরিপে ভারতের সর্বকালের সেরা সিনেমার খেতাব লাভ করে ‘পথের পাঁচালী’।বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত বাংলা উপন্যাস ‘পথের পাঁচালী’। এ উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় একই নামে নির্মাণ করেন সিনেমা। এতে অভিনয় করেছিলেন— কানু বন্দ্যোপাধ্যায়, করুণা বন্দ্যোপাধ্যায়, সুবীর বন্দ্যোপাধ্যায়, পিনাকী সেনগুপ্ত, উমা দাশগুপ্ত, চুনীবালা দেবী, তুলসী চক্রবর্তী প্রমুখ।