আজকের দিন তারিখ ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন থম্পসন-হেরাহ

১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন থম্পসন-হেরাহ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ১১:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : পাঁচ বছর আগে রিও অলিম্পিকে গতিঝড়ে মেয়েদের ১০০ মিটারের সোনা জিতেছিলেন এলাইনি থম্পসন-হেরাহ। টোকিও অলিম্পিকে নেমেছিলেন তিনি শ্রেষ্ঠত্ব ধরে রাখার মিশনে। আজ (শনিবার) ১০০ মিটারের ফাইনালে অলিম্পিক রেকর্ড গড়েই সোনা জিতেছেন এই জ্যামাইকান। ইতিহাসের দ্বিতীয় দ্রুততম নারী অ্যাথলেট হওয়ার কীর্তি গড়ে দৌড় শেষ করেছেন ১০.৬১ সেকেন্ড সময় নিয়ে। অর্থাৎ, অলিম্পিকে মেয়েদের ১০০ মিটারের শ্রেষ্ঠত্ব ধরে রাখছেন থম্পসন-হেরাহ। বিশ্ব রেকর্ড থেকে মাত্র ০.১২ সেকেন্ডের ব্যবধান তার। ২৯ বছর বয়সী জ্যামাইকান ১০.৬১ সেকেন্ড সময় নিয়েছেন, আর ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির নারী অ্যাথলেট হিসেবে ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড নিজের কাছে রেখেছেন আমেরিকান ফ্লোরেন্স গ্রিফিথ-জয়নার। ৩৩ বছর আগে ১৯৮৮ সালে রেকর্ডটা গড়েছিলেন তিনি।
১০০ মিটারের পদক বাইরে যেতে দেয়নি জ্যামাইকা। রুপা ও ব্রোঞ্জও জিতেছে ক্যারিবিয়ান দেশটি। দুইবারের সোনা জয়ী শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ১০.৭৪ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন রুপা। আরেক জ্যামাইকান স্প্রিন্টার শেরিকা জ্যাকসন ১০.৭৬ সেকেন্ড সময় নিয়ে জিতেছেন ব্রোঞ্জ।