আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ১০ হাজার শরণার্থীর ভিড় যুক্তরাষ্ট্র সীমান্তে

১০ হাজার শরণার্থীর ভিড় যুক্তরাষ্ট্র সীমান্তে


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১৮, ২০২১ , ২:৫৮ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক : হাইতি ও অন্যান্য দেশ থেকে দলে দলে শরণার্থী ভিড় জমাচ্ছেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো বর্ডার ব্রিজ সীমান্তে। ইতিমধ্যে অন্তত ১০ হাজার মানুষ এখানে এসেছেন। ধারণা করা হচ্ছে, আরও কয়েক হাজার আসবেন। তবে এদের কাউকেই ঢুকতে দিচ্ছে না যুক্তরাষ্ট্র। সবাইকেই প্লেনে করে আবার ফেরত পাঠানো হবে বলে জানা গেছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। প্রতিবেদনে প্রকাশ, ফ্লাইটগুলো রবিবার থেকে শুরু হবে। দিনে আটটি পর্যন্ত ফ্লাইট পরিচালনা করা হতে পারে। এসব জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।
অভিবাসীরা বেশিরভাগই হাইতিয়ান। তবে কিছু কিউবান, পেরুভিয়ান, ভেনিজুয়েলান এবং নিকারাগুয়ানও উপস্থিত আছেন। যুক্তরাষ্ট্রের কাস্টমস এবং বর্ডার প্রটেকশন সংস্থা জানিয়েছে, অভিবাসীদের আগমনের কারণে জরুরি নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজন পড়ায় শুক্রবার ডেল রিওতে সীমান্ত ক্রসিং সাময়িকভাবে বন্ধ ছিল।