আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি ১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির

১১ জানুয়ারি গণঅবস্থান কর্মসূচি ঘোষণা বিএনপির


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ৩০, ২০২২ , ৬:১৩ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


দিনের শেষে প্রতিবেদক : বিএনপি আগামী ১১ জানুয়ারি সারাদেশে গণঅবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণমিছিল শুরু করার আগে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এ কর্মসূচি ঘোষণা করেন। এরপর বিকেল সাড়ে ৩টায় গণমিছিল মগবাজারের দিকে অগ্রসর হয়। ড. মোশাররফ বলেন, গণবিরোধী এ সরকারের পতনের লক্ষ্যে দেশের মানুষ রাস্তায় নেমেছে। তাদের আর থামিয়ে রাখা যাবে না। তিনি বলেন, সরকারের পতনের জন্য আগামী ১১ জানুয়ারি ২০২৩ ঢাকাসহ সারাদেশে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকায় এ কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হবে। এছাড়া সারাদেশের সব বিভাগীয় শহরে চার ঘণ্টা গণ অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি।