আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস শামীমের ক্যারিয়ার সেরা ব্যাটিং, বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান

শামীমের ক্যারিয়ার সেরা ব্যাটিং, বাংলাদেশের সংগ্রহ ১২৪ রান


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৩১, ২০২৩ , ৩:৪১ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলীয় রান ৫০ ছোঁয়ার আগেই ৫ উইকেট হারায় টাইগাররা। আসা-যাওয়ার খেলায় ব্যাটিং দৃঢ়তা দেখান শামীম হোসেন পাটোয়ারী। খেলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস। শামীমের ফিফটিতে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান তোলে বাংলাদেশ। ৪২ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন শামীম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শামীমের আগের সেরা ব্যাটিং ফিগার ছিল ৩১*। শামীমের সেরা ব্যাটিংয়ের দিনে রনি তালুকদার আউট হন ১৪ রানে। নাসুম আহমেদের সংগ্রহ ১৩ রান। ১২ রান করেন তাওহীদ হৃদয়। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। স্কোরবোর্ডে তাকালে বোঝার উপায় নেই এই বাংলাদেশই দাপুটে ব্যাটিংয়ে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। কিংবা টানা দুই জয়ে সিরিজ নিশ্চিত করেছে আয়ারল্যান্ডের বিপক্ষে। আইরিশদের হোয়াইটওয়াশ করতে নেমে উল্টো ব্যাটিং বিপর্যয়ে পড়েছে টাইগাররা। দলীয় সংগ্রহ ৫০’র কোঠা ছোঁয়ার আগেই পাঁচ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ৬০ ছুঁতেই নেই আরও দুই উইকেট। তিন টপ অর্ডার ব্যাটার রনি, লিটন এবং শান্তর ব্যর্থতার পর অধিনায়ক সাকিব আল হাসান ৬ এবং তাওহীদ হৃদয় আউট হন ১২ রানে। অভিষিক্ত রিশাদ হোসেনের সংগ্রহ ৮ রান। ছক্কা হাঁকাতে গিয়ে শূন্য হাতে ফেরেন পেসার তাসকিন আহমেদ। ৯.৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬১ রান।
আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার মিশনে নেমে ব্যাটিংয়ে ধুঁকছে বাংলাদেশ। মাত্র ৪১ রানে ৫ উইকেট হারিয়েছে টাইগাররা। লিটন দাস ৫, নাজমুল হোসেন শান্ত ৪ এবং রনি তালুকদার ১৪ রানে আউট হন। ৫.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৪১ রান।
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, রিশাদের অভিষেক  : আয়ারল্যান্ডের বিপক্ষে টানা দুই জয়ে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আইরিশদের হোয়াইটওয়াশ করার মিশনে আজ টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তৃতীয় টি-টোয়েন্টিতে লেগ স্পিনার রিশাদ হোসেনের অভিষেক হচ্ছে। দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম।