আজকের দিন তারিখ ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ১২৬ রানে অলআউট বাংলাদেশ

১২৬ রানে অলআউট বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১০, ২০২২ , ১২:০৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : সিরিজ জয়ের স্বপ্নে বিভোর বাংলাদেশ ধুঁকছে ক্রাইস্টচার্চে। নিউজিল্যান্ডের পাহাড়সম সংগ্রহের বিপরীতে মাত্র ১২৬ রানেই গুটিয়ে গেলো টাইগারদের প্রথম ইনিংস। যা কিউই অধিনায়ক টম ল্যাথামের রানের অর্ধেক। প্রথম ইনিংসের ব্যাটিংয়ে ল্যাথম ২৫২ রান করেন।
টম ল্যাথাম-ডেভন কনওয়ের দুর্দান্ত জুটিতে ৫২১ রানের বিশাল সংগ্রহ পায় নিউজিল্যান্ড। বিপরীতে ব্যাট করতে নেমে অল্পতেই গুটিয়ে গেলো বাংলাদেশের ইনিংস। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে দলীয় ৭ রানে ফেরেন সাদমান ইসলাম। ৮ বলে ৭ রান করে ট্রেন্ট বোল্টের উইকেটে পরিণত হন টাইগার ওপেনার। পরের ওভারেই মোহাম্মদ নাঈম শেখকে বোল্ড করেন টিম সাউদি। তরুণ তুর্কির অভিষেক ইনিংসটা সুখকর হয়নি, ডাক মেরে ফেরেন সাজঘরে। নাজমুল হোসেন শান্ত ৪ রান করেন। অধিনায়ক মুমিনুল ইসলামকে রানের খাতা খুলতে দেননি টিম সাউদি। অভিজ্ঞ লিটন দাসের সংগ্রহ ১৮ বলে ৮ রান।
এরপর ধুঁকতে থাকা দলের হাল ধরেন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। দুই ব্যাটার মিলে ৬০ রানের জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে সোহান ৪১ রানে ফেরার পর ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ৩৩ বল খেলে মেহেদী হাসান মিরাজ করেন মাত্র ৫ রান। ২ রান করে পান দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। দলীয় সর্বোচ্চ রান আসে রাব্বির ব্যাট থেকে ৯৫ বলে ৪টি চারের মাধ্যমে ৫৫ রান করেন তিনি। ট্রেন্ট বোল্ট একাই ৫ উইকেট নেন। ১৩.২ ওভার বল করে ৪৩ রান দেন এই কিউই পেসার। ৩ উইকেট নেন টিম সাউদি। দুটি উইকেট নেন কাইল জেমিসন।