আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
অর্থ ও বাণিজ্য ১২ টাকায় লেনদেন শুরু মাস্টার ফিড ও অরিজা এগ্রোর

১২ টাকায় লেনদেন শুরু মাস্টার ফিড ও অরিজা এগ্রোর


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: অর্থ ও বাণিজ্য


দিনের শেষে প্রতিবেদক : পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনের পর কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) প্রক্রিয়া সম্পন্ন করা মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেড এবং অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে। কোম্পানি ২টি প্রথম দিন ১২ টাকা করে লেনদেন শুরু করেছে।
ডিএসই জানায়, কোম্পানি দুইটির মধ্যে মাস্টার ফিড এগ্রোটেকের ২টি শেয়ার দুই বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটির শেয়ার দর ২ টাকা বেড়েছে। আর অরিজা অরিজা এগ্রোর ১টি শেয়ার একবার হাত বদলের মাধ্যম ২ টাকা বেড়েছে।
গত ২৬ সেপ্টেম্বর অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের শেয়ার এবং এবং ২৮ সেপ্টেম্বর মাস্টার ফিড এগ্রোটেক লিমিটেডে আবেদনকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে শেয়ার প্রেরণ করা হয়েছে। মাস্টার ফিড এগ্রোটেকের কিউআইওতে ১২ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত এবং অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের কিউআইওতে গত ৫ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হয়।