আজকের দিন তারিখ ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ১৫ মাস পর পুনরায় ভোট গণনায় পরাজিত প্রার্থী জয়ী

১৫ মাস পর পুনরায় ভোট গণনায় পরাজিত প্রার্থী জয়ী


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ২, ২০২৩ , ৫:৫৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


সিরাজগঞ্জ প্রতিনিধি ও বেলকুচি সংবাদদাতা : সিরাজগঞ্জের বেলকুচিতে নির্বাচনের প্রায় ১৫ মাস পর মুকুল হোসেন নামে এক ইউপি সদস্য পদে পরাজিত প্রার্থী জয়লাভ করেছেন। বৃহস্পতিবার (০২ মার্চ) বিকালে বিচারক সুলতান উদ্দিন প্রধানের নির্বাচনী ট্রাইব্যুনাল পুনরায় ভোট গণনা শেষে এ রায় দেন।
বিজয়ী মুকুল হোসেন উপজেলার ২ নম্বর রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। জানা যায়, ২০২১ সালের ২৮ নভেম্বর উপজেলার রাজাপুর ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী মুকুল হেসেন মোরগ প্রতীকের সাইফুল ইসলামের কাছে ১২ ভোটে পরাজিত হন। ফলাফলে ফুটবল প্রতীকের মুকুল হোসেন পেয়েছিলেন ৯৬১ ভোট আর মোরগ প্রতীকের সাইফুল ইসলাম পেয়েছিলেন ৯৭৩ ভোট। নির্বাচনে মুকুল হোসেন সাইফুল ইসলামের বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ তোলেন। ভোট গণনার সময় সাইফুল ইসলাম তার লোক দিয়ে বাধার সৃষ্টি করে। এতে মুকুলের ২৫ সমর্থক আহত হয়েছিলো।
পরবর্তীতে ২০২২ সালের ১১ জানুয়ারি আদালতে মুকুল হোসেন বাদী হয়ে পুনরায় ভোট গণনার জন্য মামলা করেন। দীর্ঘ ১৫ মাস পর দুই প্রার্থীর উপস্থিতিতে সিরাজগঞ্জ নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক সুলতান উদ্দিন প্রধান পুনরায় ভোট গণনা করে মুকুল হোসেনকে ৪৩ ভোটে বিজয়ী ঘোষণা করেন। রায়ে ফুটবল প্রতীকের মুকুল হোসেন পেয়েছেন ৯২০ ভোট আর মোরগ প্রতীকের সাইফুল ইসলাম পেয়েছেন ৮৭৭ ভোট। সাইফুল ইসলামের আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। বিজয়ী মুকুল হোসেন বলেন, দীর্ঘ ১৫ মাস পর আইনের বিচার পেলাম। রায়ে ৪৩ ভোটে আদালত আমাকে বিজয়ী ঘোষণা করেছে। বাদী পক্ষের আইনজীবী রেজাউল করিম রাখাল বলেন, দীর্ঘ ১৫ মাস পর আইনি লড়াই শেষে আদালত ভোট গণনা শেষে মুকুল হোসনকে বিজয়ী ঘোষণা করেছেন। রায়ের কপি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।