১৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনবে সরকার
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৮, ২০১৬ , ৬:২৬ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: ভূমিকম্পে উদ্ধার তৎপরতার জন্য ১৭০ কোটি টাকার যন্ত্রপাতি কিনবে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এসব যন্ত্রপাতি কেনার প্রাথমিক প্রক্রিয়া শেষ করেছে।
ভূমিকম্পে উদ্ধার তৎপরতার জন্য এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতিমধ্যে ৬৯ কোটি টাকার যন্ত্রপাতি সশস্ত্র বাহিনী বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা হয়েছে। তা ছাড়া উদ্ধার তৎপরতার জন্য কেনা হয়েছে একশ কোটি টাকার তাঁবু।
সম্প্রতি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক সভায় এসব তথ্য জানানো হয়। উক্ত বৈঠকে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল।
ভূমিকম্পের মত দুর্যোগ থেকে জনসাধারণকে রক্ষা করতে মন্ত্রণালয়ের ওই সভায় ৬টি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের কথাও বলা হয়।
৬টি কর্মপরিকল্পনা হলো- কোর কাটিং মেশিন এবং বিল্ডিং স্ক্যানার মেশিন সংগ্রহপূর্বক ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের কাছে হস্তান্তর করা, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় আনতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, ভবন মালিকগণ সরকারের নিযুক্ত সার্টিফাইড এজেন্সির মাধ্যমে ভবন পরীক্ষা নিরীক্ষা করিয়ে ভবনের উপযুক্ততা সম্পর্কে সনদ রাজউকে জমা প্রদানের বিষয়ে জনসাধারণকে সচেতন করা, নির্দিষ্ট মাত্রার ভূমিকম্পে গ্যাস সংযোগ যাতে স্বয়ংক্রিয়ভাবে বিচ্ছিন্ন হয়ে যায় সেজন্য সারাদেশে গ্রাহক পর্যায়ে গ্যাস লাইনের সেন্সর লাগানোর ব্যবস্থা গ্রহণ, ভবনের নকশা অনুমোদনকারী কর্তৃপক্ষ নকশা অনুযায়ী মাটি পরীক্ষাপূর্বক ভবন নির্মাণ কার্যক্রম তদারকির প্রয়োজনীয় ব্যবস্থা করা।
ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণসহ তা ভেঙ্গে ফেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, আরকিওলজিক্যাল ডিপার্টমেন্ট, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডিএমভিএস এবং বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন করে প্রতিনিধির সমন্বয়ে একটি সেল গঠন করা।
বৈঠক সূত্র জানায়, ভূমিকম্পে করণীয় নির্ধারণসহ জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে দেশের প্রতিটি জেলায় সর্বস্তরের মানুষদের নিয়ে ‘ভূমিকম্প সচেতনতা বিষয়ক মহড়া’ আয়োজনের তাগাদা দেওয়া হয়।