আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ ১৮০ কেজি চাল জব্দ, সাবেক মেম্বার-ডিলারকে ৬ মাসের জেল

১৮০ কেজি চাল জব্দ, সাবেক মেম্বার-ডিলারকে ৬ মাসের জেল


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২১, ২০২০ , ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাদেশ


ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে সাবেক ইউপি সদস্যের বাসা থেকে ওএমএস-এর ৩০ কেজির ওজনের ৬ বস্তা উদ্ধার করা হয়েছে। এসময় ৭টি কার্ড জব্দ করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও শুক্তাগড় ইউনিয়নের ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২০ এপ্রিল) জেলার রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের সাবেক ইউপি সদস্য হোসেন আলীর বাসায় মজুত করা অবস্থায় ৬ বস্তা সরকারি চাল রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুরের ইউএনও সোহাগ হাওলাদার পুলিশ নিয়ে অভিযান চালায়।  ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকাল তার বাসা থেকে ৬ বস্তায় ১৮০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় সাবেক ইউপি সদস্য হোসেন আলী ও ডিলার মাহাদি হাসানকে ৬ মাসের কারাদণ্ডে দিয়ে জেলে পাঠানো হয়েছে।