১৮০ জন নিয়োগ দেবে রেলওয়ে, যোগ্যতা এসএসসি
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৪, ২০১৬ , ৮:৩২ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: বাংলাদেশ রেলওয়েতে সরাসরি নিয়োগযোগ্য নিম্নে বর্ণিত পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্দিষ্ট ফরমে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম : ট্রেড অ্যাপ্রেন্টিস
পদ সংখ্যা : ১৮০
শিক্ষাগত যোগ্যতা : এসএসসি পাস প্রার্থীরা পদটির জন্য আবেদন করতে পারবেন।
বয়স : ১৪-০৭-২০১৬ তারিখে প্রার্থীর বয়স ১৬ থেকে ২০ বছর হতে হবে।
বেতন : নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাবেন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার ১০ টাকা।
আবেদনের সময়সীমা : আগামী ১৪ জুলাই ২০১৬ ইং তারিখ পর্যন্ত।
আবেদন প্রক্রিয়া : পদটির জন্য আবেদন ফরম, পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য তথ্য পাওয়া যাবে www.railway.gov.bd ঠিকানায়। উক্ত ওয়েবসাইট থেকে ফরম এ-৪ সাইজের কাগজে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজ সত্যায়িত ছবি আবেদনপত্র এবং প্রবেশ পত্রের নির্ধারিত স্থানে পেস্ট করে লাগাতে হবে। আবেদনপত্র বিজ্ঞাপনে উল্লেখিত কাগজপত্র ও ৫০ টাকা পরীক্ষার ফিসহ জমা দেওয়া যাবে ‘চিফ পার্সোনাল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম’ ঠিকানায়।
মৌখিক পরীক্ষার পূর্ণমান হবে ৫০। ৫০ শতাংশ নম্বর পাস নম্বর বলে বিবেচিত হবে।