আজকের দিন তারিখ ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ২০২২ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ

২০২২ সালের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২১ , ৪:০৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে প্রতিবেদক : করোনা মহামারির শুরুতে ২০২০ সালে অনেকগুলো সিরিজ স্থগিত হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। যার মধ্যে ছিল আয়ারল্যান্ড সফরও। তখন তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল টাইগারদের। করোনার প্রভাব কমায় স্থগিত আয়ারল্যান্ড সফরটি করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আগামী বছরের মে মাসে আয়ারল্যান্ড সফরে যাবে বাংলাদেশ দল। তবে আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় এই সফর থেকে চারটি টি-টোয়েন্টি আপাতত বাদ দিয়েছে বিসিবি। সফরে আইরিশদের বিপক্ষে শুধু তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। দুই বোর্ড খসড়া সূচিতে সম্মত হয়েছে। তবে ২০২৩ সালে চারটি টি-টোয়েন্টি খেলতে আবারও আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী বছরের মে মাসে শুধু একদিনের ম্যাচ খেলতে আয়ারল্যান্ড যাবো। পরে ২০২৩ সালের কোনো এক সময় গিয়ে খেলে আসবো বাকি থাকা টি-টোয়েন্টি ম্যাচগুলো।’
আপাতত টি-টোয়েন্টি ম্যাচগুলো বাদ দেওয়ার কারণ সম্পর্কে ওই কর্মকর্তা আরও বলেছেন, ‘আয়ারল্যান্ড সফরের আগে আমাদের শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ আছে। আয়ারল্যান্ড সফরের পর আবার আমাদের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা। এই কারণে আয়ারল্যান্ড সফর থেকে আপাতত টি-টোয়েন্টি ম্যাচ বাদ দিয়েছি আমরা।’ খসড়া সূচি হয়ে গেছে। এখন দুই দেশের ক্রিকেট বোর্ড মিলে সূচি চূড়ান্ত করবে। পরে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে সিরিজটা চূড়ান্ত হবে।