আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২০২২ সালে চরম দরিদ্র ছিল ৭ কোটি মানুষ

২০২২ সালে চরম দরিদ্র ছিল ৭ কোটি মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৪, ২০২৩ , ৩:০৯ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক : ফিলিপাইনভিত্তিক একটি উন্নয়ন ব্যাংক জানিয়েছে, কোভিড-১৯ মহামারি এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের কারণে গত বছর এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে অতিরিক্ত প্রায় সাত কোটি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করেছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২২ সালে উন্নয়নশীল এশিয়ায় ১৫ কোটি ৫০ লাখেরও বেশি মানুষ চরম দারিদ্র্যের শিকার হয়েছে। মহামারি না এলে এই সংখ্যা ছয় কোটি ৭৮ লাখ কম হতো। হমূল্যের উপর ভিত্তি করে এবং মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ব ব্যাংকের দেওয়া চরম দারিদ্র্যের সংজ্ঞা অনুযায়ী, যারা দিনে ২ দশমিক ১৫ ডলারের কম আয় করেন তারাই চরম দারিদ্র্যসীমায় জীবনযাপন করেন। দরিদ্র হ্রাসে এডিবি ৪৬টি অর্থনীতি উন্নয়নশীল এশিয়ার সরকারগুলি সামাজিক কল্যাণ জোরদার, আর্থিক পরিষেবাগুলিতে সহজ সুযোগ, অবকাঠামোতে বিনিয়োগ এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে সমর্থনের সুপারিশ করেছে।