আজকের দিন তারিখ ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
Uncategorized ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি!

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে স্কালোনি!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ১৬, ২০২৩ , ৩:৪৬ অপরাহ্ণ | বিভাগ: Uncategorized


দিনের শেষে ডেস্ক : অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান হতে যাচ্ছে। আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে লিওনেল স্কালোনি। আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের বরাতে এমন তথ্য জানা গেছে। আর্জেন্টিনার জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে হারিয়ে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার শিরোপা জেতান স্কালোনি। এছাড়া টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ফিনালিসিমার শিরোপা জেতান স্কালনি। এরপর সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপের শিরোপা জিতে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেন এই মাস্টারমাইন্ড কোচ। ২০২২ সালের ৩১ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয় স্কালোনির। এবার নতুন করে আগামী ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত স্কালোনির সঙ্গে চুক্তি হতে যাচ্ছে এএফএ। এই বছরের মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। তার আগেই স্কালোনির সঙ্গে চুক্তি সম্পন্ন হবে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।