আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে কাজ করবে ৭২ লাখ মানুষ

২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে কাজ করবে ৭২ লাখ মানুষ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ১২, ২০২৩ , ৩:১৬ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : আগামী ২০৩০ সালের মধ্যে পর্যটন খাতে ৭২ লাখ ২৫ মানুষ কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, এখানে আমরা এত দক্ষ মানুষ কোথায় পাবো? আমরা একটা আন্তর্জাতিক মানের ট্রেনিং ইনস্টিটিউট গড়ে তোলার কাজ করছি। এখানে যারা পড়াশোনা করবেন, তারা শুধু দেশেই নয়, বিদেশেও কাজের সুযোগ পাবে।  সকালে কক্সবাজারের শৈবাল হোটেলে আয়োজিত ‘কক্সবাজার: আশা প্রত্যাশার পর্যটন’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, রেস্টুরেন্ট আমাদের একটি শিল্প। এই শিল্প নিয়ে কীভাবে কাজ করা যায়, এ নিয়ে ট্যুরিজম বোর্ড কাজ করবে। একইসঙ্গে এই শিল্পের সঙ্গে যারা যারা সম্পৃক্ত; যেমন শিল্প মন্ত্রণালয়, এনবিআর সবাইকে নিয়ে আমরা বসে একটা সমাধানে আসার উদ্যোগ আমরা নেবো। দেশে সরকারি- বেসরকারি মিলিয়ে মোট ১৭টা বিশ্ববিদ্যালয়ে এবং সাতটি কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ট্যুরিজম পড়ানো হয় উল্লেখ করেন আবু তাহের মুহাম্মদ জাবের। তিনি বলেন, দুঃখজনক বিষয় হলো, আমাদের যে এক হাজার গ্র্যাজুয়েট তৈরি হয়, তাদের জন্য সেভাবে কাজের সুযোগ তৈরি করতে পারছি না। আরেকটা সামাজিক বিষয়ও হলো, আমাদের ছেলেমেয়েরা উচ্চশিক্ষা নিয়ে সরকারি চাকরিজীবী হয়, তখন তার শিক্ষকরা কিংবা পরিবার যেভাবে গর্ববোধ করেন। সেভাবে যারা হোটেল ম্যানেজমেন্ট কিংবা ট্যুরিজম নিয়ে পড়েন কিংবা এই সেক্টরে কাজ করেন সেভাবে তাদের সম্মানটা দেওয়া হয় না। এটা আমাদের সামাজিক একটা বড় সমস্যা। এই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। চেষ্টা করা হচ্ছে এই ছেলেমেয়েদের আমরা উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারি কিনা। পর্যটক আসলে আমরা সমৃদ্ধ হবো, কিন্তু পর্যটকদের আমরা কী সেভাবে সহযোগিতা করেছি— প্রশ্ন রেখে তিনি বলেন, সন্ধ্যার পরে পর্যটকদের বের হওয়ার যে বিষয়টা আলোচনায় অনেকে বলেছেন। আমি বলতে চাই, নির্বাচনের পর জানুয়ারি মাসে পরীক্ষামূলকভাবে এক মাস পর্যটকদের নিয়ে আমরা বিশেষ কর্মসূচি পালন করবো। পরবর্তী সময়ে সমস্যাগুলো চিহ্নিত করে নিরাপত্তার বিষয়ে জোরালোভাবে কাজ করবো। আলোচকরা ভিক্ষুক, শব্দ দূষণ, যানজট ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিভিন্ন প্রসঙ্গ তুলে আনার বিষয়ে তিনি বলেন, ‘সংশ্লিষ্ট বিষয়ে চিঠি দিলে ট্যুরিজম বোর্ড এসব সমস্যা সমাধানে বিষয়ে উদ্যোগ নেবে। কারণ অনেক বিষয় আছে, যেগুলো অন্যান্য দফতরের সঙ্গে যুক্ত। তাই কোনও চিঠি পেলে তারা সে বিষয়ে কাজ করতে পারবেন।’