আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব ২০ কেজি ওজন কমিয়ে নতুন লুকে হাজির কিম জং উন

২০ কেজি ওজন কমিয়ে নতুন লুকে হাজির কিম জং উন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : সেনাবাহিনীর প্যারেডে সম্প্রতি অংশ নিয়েছিলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। সে দেশের জাতীয় টিভি চ্যানেলে বৃহস্পতিবার দেখানো হয়েছে ওই অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে কিমকে দেখে অবাক হয়েছেন অনেকেই। আগের তুলনায় অনেকটা পাতলা লাগছে তাকে। বদলেছে তার চুলের ধরনও। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন শপথ নেওয়ার পর এটাই ছিল উত্তর কোরিয়ার সেনাবাহিনীর প্রথম অনুষ্ঠান। যদিও অন্য বছরের মতো এ বছরের অনুষ্ঠানে বিশেষ অস্ত্রের প্রদর্শন দেখা যায়নি। কিন্তু কিমের চেহারার আমূল পরিবর্তন নজর কেড়েছে সকলের। পিয়ং ইয়ংয়ের কিম-২ সাং স্কোয়ারের অনুষ্ঠানে কিমকে দেখা গেছে হালকা রঙের স্যুট পরে বাহিনীর উদ্দেশে হাত নাড়তে। তবে এদিন কোনও বক্তব্য দেননি তিনি। ঘণ্টাখানেক ধরে মন দিয়ে দেখেন তার বাহিনীর কসরত। জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার এক সাংসদ জানিয়েছেন, গত কয়েক মাসে প্রায় ২০ কেজি ওজন কমিয়েছেন কিম। তার পর প্রথমবার দেখা গেল তাকে। কিমের চেহারার এই পরিবর্তন দেখে অবাক নেটদুনিয়া। সেনাবাহিনীর অনুষ্ঠানে কিমের চুলের ছাঁটও নজর কেড়েছে। নিজের দাদা এবং উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ২ সাং-এর মতো তার চুলের ধরনও নজর এড়ায়নি নেটাগরিকদের।