আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৬৬

২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু, শনাক্ত ১০৬৬


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১২, ২০২১ , ৪:৪১ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতেবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৫১৫জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১০৬৬ জন। মোট শনাক্ত ৫ লাখ ৫৫ হাজার ২২২ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায়  ১২৫২ জন এবং এখন পর্যন্ত ৫ লাখ  ৯ হাজার ১৭২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ২১৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৮২টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ১১১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪২ লাখ  ৩২ হাজার ১৩৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৭১শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।