আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// ২৪ ঘণ্টায় মৃত্যু ২৯, শনাক্ত ৩,২৮৮

২৪ ঘণ্টায় মৃত্যু ২৯, শনাক্ত ৩,২৮৮


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৪, ২০২০ , ৮:৫৩ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :  গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯ জনের এবং আক্রান্ত হয়েছেন আরও ৩ হাজার ২৮৮ জন। নমুনা সংগ্রহ করা হয়েছিল ১৩ হাজার৮৭১ টি। দেশের ৭৪  টি ল্যাবে মোট ১৪ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সবমিলিয়ে দেশে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৯৭ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৭৯  জন। নতুন করে২ হাজার ৬৭৩ জন সুস্থ হওয়ায় মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৭০ হাজার ৭৭১  জন।

শনিবার (৪ জুলাই) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। মৃতদের বয়স ও লিঙ্গ সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি। দেশে এখন মৃত্যুহার ১.২৫ শতাংশ বলে জানানো হয়। তাছাড়া দেশ আক্রান্তের হার ২২.৩৩ শতাংশ এবং সুস্থতার হা৪৪.২৯ শতাংশ।