আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় ২৪ ঘণ্টায় সাহেদের বিরুদ্ধে ৯২ অভিযোগ

২৪ ঘণ্টায় সাহেদের বিরুদ্ধে ৯২ অভিযোগ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৯, ২০২০ , ১১:০২ পূর্বাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :  প্রতারণা মামলায় গ্রেপ্তার রিজেন্টের চেয়ারম্যান সাহেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে তা জানাতে হটলাইন চালু করেছিল র‍্যাব। র‍্যাবের হটলাইন ও ইমেইলে একদিনেই ৯২টি অভিযোগ পাওয়া গেছে।

র‍্যাবের পরিচালক (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, হটলাইন নম্বরে ৭২টি ও ইমেইল ঠিকানায় ২০টি অভিযোগ জমা পড়েছে। প্রত্যেকটি অভিযোগ তদন্ত করা হবে। এর আগে শুক্রবার সাহেদের প্রতারণার শিকার ব্যক্তিদের অভিযোগ জানাতে বিশেষ হটলাইন নম্বর চালু করে র‍্যাব। পাশাপাশি একটি ই-মেইল অ্যাড্রেসও দেয়।

ওইদিন র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারক সাহেদের ব্যাপারে ভুক্তভোগীরা যে কোনো তথ্য-অভিযোগ বা আইনি সহায়তা চাইলে র‌্যাব সদর দপ্তরের তদন্ত উইংয়ে যোগাযোগ করতে পারেন।

প্রসঙ্গত, করোনা নমুনা পরীক্ষা ছাড়াই ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা অভিযোগে রিজেন্ট হাসপাতালের মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালায় র‍্যাব। অভিযানে এসব অভিযোগের সত্যতা পাওয়ায় প্রেক্ষিতে পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে হাসপাতাল দু’টিসহ রিজেন্টের প্রধান কার্যালয় সিলগালা করে দেয় র‍্যাব। এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি প্রতারণার মামলা দায়ের করে।

অভিযানের পর থেকেই সাহেদ পলাতক থাকলেও ১৫ জুলাই ভোর সাড়ে ৫টার সাতক্ষীরার দেবহাটার সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাবের একটি দল। সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয় তাকে। জিজ্ঞাসাবাদের জন্য সাহেদকে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।