২৭ প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ৭:৪৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দিনভর অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান, আবদুল্লাহ আল মনসুর, মো. ফোরকান এলাহী অনুপম ও মো. আনিসুল ইসলাম। সহযোগীতা করেন শিক্ষানবীশ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলি ও তানিয়া মুন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান জানান, পণ্যে ভেজাল মেশানো, মূল্যবৃদ্ধি, পণ্যের মূল্যতালিকা না টানানোসহ বিভিন্ন অপরাধে ২৭ টি প্রতিষ্ঠানকে ২ লাখ ৬২ হাজার টাকা জরিমানা করা হয়। চট্টগ্রামের ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে এ অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানকে বাণিজ্যিক লবণ ব্যবহার করে মুড়ি ভাঁজার জন্য পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো জানান, বহদ্দারহাট এলাকায় ৮টি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার, আগ্রাবাদ কর্ণফুলি মার্কেট এলাকায় ১১টি প্রতিষ্ঠানকে ৪৯ হাজার টাকা, কর্ণেলহাট বাজারে ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।